লালবাগ কেল্লার ভেতরের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ
মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন ঢাকার লালবাগ কেল্লার ভেতরে থাকা সকল অবৈধ স্থাপনা ও জনৈক আবুল হাশেমের বাড়ি তিন মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
এ সংক্রান্ত এক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বুধবার সকালে এ আদেশ দেন।
তবে লালবাগ কেল্লার ভেতরে থাকা জনৈক আবুল হাশেমের বাড়িটির মূল্য হিসেবে ৪০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেয়া হয়েছে। একইসঙ্গে প্রত্নতত্ত্ব অধিদফতরকে লালবাগের ভেতরে অবৈধ স্থাপনাগুলোর তথ্য প্রতিবেদন আকারে আদালতে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন