লালমনিরহাটের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা
লালমনিরহাটের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে তাইজুদ্দিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যাসহ ৪ জনকে আহত করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার চলবল ইউনিয়নের পূর্ব দুহুলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাইজুদ্দিন উপজেলার চলবলা ইউনিয়নের পূর্ব দুহুলী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের দ্বিতীয় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব দুহুলী এলাকার মৃত নজর আলীর পুত্র আব্দুল করিম, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিনের, মাঝে দীর্ঘদিন থেকে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল।
মঙ্গলবার বিকালে রিয়াজুদ্দিনের ছোট ভাই তাইজুদ্দিন, দুহুলী বাজারে টিসিবির পণ্য তুলতে গেলে করিম মিয়া ও তার পুত্র জুয়েল, আলামিন অতর্কিতভাবে হামলা চালায় এবং গাছের ডাল দিয়ে তাইজুদ্দিনকে বেধড় মারপিট করে এতে ঘটনাস্থলে তাইজুদ্দিন মুমূর্ষ অবস্থায় জ্ঞান হারায় ও আবু জাফর, আইয়ুব আলী, কামরুল ইসলামকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাইজুদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক!
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, জমি সংক্রান্ত বিষয়ে দুইপক্ষের মারামারি হয় এতে তাইজুদ্দিন নামে এক যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি আরো বলেন, থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে দুটি মোবাইল টিম অভিযান চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন