লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রিয়াদ হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) দিনগত রাত ৮টায় উপজেলা চলবলা ইউনিয়নের পোয়াবাড়ি ঈদগাহ্ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির ফেরার উদ্দেশ্যে চাপারহাট-চাকলা আঞ্চলিক সড়কে একটি অটোরিকশায় উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন