লালমনিরহাটের কালীগঞ্জে আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দৈনিক আমার সংবাদের সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (০২ জুন) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার সংবাদের কালীগঞ্জ প্রতিনিধি সাজু মিয়ার আয়োজনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল আলিমের সভাপতিত্বে র‌্যালী ও কেট কাটা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিথি রায়, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাইয়েদীন মোফাছ্যালীন, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি মোস্তফা চৌধুরী, উপজেলা হিসাব রক্ষন অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা আক্তার বানু, তুষভাণ্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান টুকু, দৈনিক আমার সংবাদের লালমনিরহাট প্রতিনিধি মোহসীন ইসলাম শাওন, হাতীবন্ধা প্রতিনিধি কাজী আসাদুজ্জামান খোকন জাগোনিউজ টুয়েন্টি ফোরের লালমনিরহাট প্রতিনিধি রবিউল ইসলাম, ঢাকা পোস্টের লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, দৈনিক বায়ান্নর আলোর কালীগঞ্জ প্রতিনিধি আজিজুল ইসলাম বারী, যায়যায়দিনের কালীগঞ্জ প্রতিনিধি রায়েবুল ইসলাম টিটুল প্রমুখ।