লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষকের
লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সামছুল ইসলাম (৩৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুরে দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তরবালা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামছুল হক ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির উঠানে বাঁশের টুকরা সরানোর সময় বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া লাইন ছিড়ে সামছুল হকের শরীরে পড়ে যায়। পরে তার পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন