লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন শিউলি রানী
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন শিউলি রানী রায়।
মঙ্গলবার (২১ মে) রাতে নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জহির ইমাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলি রানী রায় হাঁস মার্কা প্রতীকে আঠারো হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজনীন রহমান ফুটবল প্রতীকে পেয়েছেন বার হাজার ২৭৯ ভোট।
এদিকে চেয়ারম্যান পদে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুজ্জামান আহমেদ (আনারস) প্রতীকে ২৪ হাজার ২০৬ ভোট ও তার চাচা নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুজ্জামান আহমেদ (ঘোড়া) প্রতীকে ১৯ হাজার ১৪৪ ভোট পেয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন