লালমনিরহাটের পাটগ্রামে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সানিয়াজান নদীতে গোসল করতে নেমে জয় রায় (১২) নামে ৫ম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার সানিয়াজান নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় রায় বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের অনিল রায়ের ছেলে। সে স্থানীয় বাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশি খেলার সাথীদের সাথে সানিয়াজান নদীতে গোসল করতে যায় জয় রায়। এ সময় সবার অজান্তেই পানিতে তলিয়ে নিখোঁজ হয় স্কুল ছাত্র জয় রায়। পরে অনেক খোঁজা খুজির পর নদীতে তার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মামুন হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।