লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমনিরহাটের পাটগ্রামে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আয়োজনে নাজিরগোমানী বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) পাটগ্রাম কোকোয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষ স্থানীয় গরীব, অসহায় ও দুস্থ ৩শ’টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজিবি সেক্টর কমান্ডার বলেন, বিজিবিকে সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে স্থানীয় জনসাধারণকে সহায়তার জন্য আহবান করেন। অবৈধভাবে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধ করা, অবৈধভাবে সীমান্ত পারাপারের মাধ্যমে অনুপ্রবেশ এবং মাদক চোরাচালানসহ যাবতীয় চোরাচালান বন্ধের জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পাটগ্রাম থানা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গসহ আনুমানিক ৩৭০ জন জনসাধারণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন