লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্টে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট এলাকায় নিখোঁজ এক দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কাজ করছে স্থানীয় পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্টে এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন।
এর আগে গত সোমবার বিকেলে অটোরিকশা নিয়ে সে নিখোঁজ হয়। তার নিখোঁজের সংবাদ শুনে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন।
নিহত আবির হোসেন (৩৫) পাটগ্রাম উপজেলার বুড়িমারী কলাবাগান গ্রামের মৃত আপ্তার উদ্দিনের ছেলে। সে একজন অটো রিক্সাচালক ছিলেন।
জানা গেছে,পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং- ৮৪২/২এস এর নিকটবর্তী বিজিবি চেকপোস্ট সংলগ্ন ব্রিজের নিচে এক বাংলাদেশি যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও বিজিবি মিলে লাশ উদ্ধার করে। রাতে তার ব্যবহৃত অটোরিকশাটিও উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, মরদেহ উদ্ধার করে লালমনিরহাট পোস্ট মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির গায়ে কোন আঘাত চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর ঘটনায় অনুসন্ধান চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















