হাতীবান্ধায় স্বতন্ত্রপ্রার্থীর প্রচারণায় বাঁধা; ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী বাজার এলাকায় নির্বাচনীয় কার্যালয় উদ্বোধন করতে গেলে প্রচারণায় বাঁধা ও হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান। এধরনের অভিযোগ দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ১৬, লালমনিরহাট-১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের নির্বাচন অনুসন্ধান টীমের চেয়ারম্যান ও লালমনিরহাট ১ম আদালতের যুগ্ন জেলা ও দায়রা জজ মো. এরশাদ আলী।
তিনি এক নোটিশের মাধ্যমে আগামী শনিবার (২৩ ডিসেম্বর) এ বিষয়ে কারণ দর্শানো নোটিশ দিয়ে স্ব- শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১ (ক) এর ৫(ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ প্রদান করেন।
এ প্রসঙ্গে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের প্রচারণার সময় হামলার ঘটনায় আমার কোন লোকজন জড়িত নয়। আর আমি এ সময় নির্বাচনী কাজে গণসংযোগ করতে দোয়ানী এলাকায় ছিলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন