লালমনিরহাটের হাতীবান্ধায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত
লালমনিরহাটের হাতীবান্ধা এক অগ্নিকান্ডে ৭টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার পশ্চিম বেজগ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে সাজিমুদ্দিনসহ তার ৭টি পরিবারের ১টি গরু, ৪টি ছাগল, ৪০ মন ধান ও স্বর্ন অলংকারসহ ১৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী ভুক্তভোগী পরিবারগুলোর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টীম আসার আগে সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়। বিদুৎতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের ফলে পরিবারগুলো সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানববেতর জীবন যাপন করছে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মনির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদুৎতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডে সূত্রপাত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন