লালমনিরহাটের হাতীবান্ধায় নবজাতকের মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/IMG-20240205-WA00021-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের হাতীবান্ধায় অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা কলেজের পশ্চিম পাশে পাকা রাস্তার ভূট্রাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নবজাতকের চোখ ফুটেনি। তবে স্থানীয়দের ধারনা এটি ৭ মাস বয়সের নবজাতক ছিল।
নবজাতকের এখন পর্যন্ত কোন পরিচয় মিলেনি। সকলের অগোচরে কে বা কারা পলিথিনের প্যাকেটে ভরে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, স্থানীয় কয়েকজন প্রতক্ষদর্শীর মাধ্যমে নবজাতকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা মিললে পুলিশে খবর দেই।
হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নবজাতক উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন