লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে তিস্তা বাঁচাও নদী বাচাঁও সংগ্রাম কমিটির ব্যানারে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন তিস্তাপাড়ের লোকজন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় ১ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, তিস্তা বাঁচাও নদী বাচাঁও সংগ্রাম কমিটি-র সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওছমান গনি, সিঙ্গিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম জি মোস্তফা ও সাংবাদিক আসাদুজ্জামান সাজু।
বক্তব্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তাহলে কেন এতো দিনেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। তিস্তা পাড়ের মানুষদের ভাগ্য নিয়ে কারা বার বার ছিনিমিনি খেলেছে।
বিষয়টি খতিয়ে দেখার আহবান জানান বক্তব্যরা। মহাপরিকল্পনা বাস্তবায়নের আসায় বুক বেধে আছে তিস্তা পাড়ের মানুষজন। তাই মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিস্তা পাড়ের মানুষের একটাই দাবি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন