লালমনিরহাটের হাতীবান্ধায় ভূমি সপ্তাহ উপলক্ষে প্রেস কনফারেন্স
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) ইউএনও আতিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসে আয়োজিত সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেসক্লাব আহবায়ক কাজী আলতাব হোসেন, সাবেক সম্পাদক নূরল হক, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু।
জাহাঙ্গীর আলম রিকো, কাজী শাহ আলম, রবিউল ইসলাম রবি, তমাল চন্দ্র প্রমুখ।ঘোষিত প্রেস কনফারেন্স অনুযায়ী ৮ জুন শুরু হয়ে ভূমি সেবা সপ্তাহ চলবে ১৪ জুন পর্যন্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন