লালমনিরহাটের হাতীবান্ধায় পরিচ্ছন্নতা থেকে ট্রাফিক সব সামলাচ্ছেন শিক্ষার্থীরা

লালমনিরহাটের হাতীবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব সামলাচ্ছেন শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে দেশের স্থিতীশীলতা রক্ষায় নানা ধরনের কাজ করতে দেখা গেছে। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশ বির্নিমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মাধ্যমে দেশের আইন শৃংখলা, পরিস্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক, মানুষের ঘর বাড়ি, প্রতিষ্ঠান, মন্দির সব কিছুই সামলাচ্ছেন শিক্ষার্থীরা।

আবার অনেককে দেখা যাচ্ছে দেয়ালে আলপনা ও শহীদ মিনার পরিস্কার করতে। ওইসব শিক্ষার্থী আনন্দের সঙ্গে নিজেরাই দায়িত্ব নিয়ে এসব করছে। হাতীবান্ধা নর্থল্যান্ড রেসিন্ডিশিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মঈন হোসেন বলেন, আনন্দের সঙ্গে আমরা এসব কাজ করছি। অপর শিক্ষার্থী বায়োজিদ বলেন, আমাদের নিজেদের কাজটি করতে ভাল লাগছে।

কারণ আমরা দেশের জন্য কাজ করছি। আর এক শিক্ষার্থী রিফাত ইসলাম বলেন আমাদের স্বেচ্ছাশ্রমে এসব কাজ অভিভাবক ও শিক্ষকগণ উৎসাহ দিচ্ছেন।যে কারনে আমরা এসব কাজ করে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়ছে।