লালমনিরহাটের হাতীবান্ধায় জিয়া পরিষদের সভাপতি মোফাজ্জল, সাধারণ সম্পাদক ইব্রাহিম
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/FB_IMG_1733653157386-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জাতীয়তাবাদী জিয়া পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দইখাওয়া আদর্শ কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে সভাপতি, ইব্রাহিম হোসেন দুলালকে সাধারণ সম্পাদক, আব্দুল গণিকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে তবারক হোসেনকে সহ সভাপতি ও আব্দুল কাদেরকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। শনিবার রাতে স্থানীয় অডিটোরিয়াম হলরুমে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
প্রধান বক্তা ছিলেন লালমনিরহাট জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক দুলাল হোসেন। মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবুল, যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন