লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষি মেলার উদ্বোধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৩ দিন ব্যপি কৃষি মেলার উদ্বোধন হয়েছে।

(২২ ফেব্রুয়ারি) শনিবার বিকালে উপজেলা সংলগ্ন মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগের উপ পরিচালক শফিকুল ইসলাম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ পরিচালক সাইখুল আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি মেলার উদ্বোধনীয অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা সহকারী কমিশনার (ভুমি) দুলাল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড শওকত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হাসান আল মোহসিন, গাজী সান্নিধ্য, তুরাগসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণের স্টল পরিদর্শন করেন।