লালমনিরহাটের হাতীবান্ধায় গণশুনানিতে দীর্ঘদিনের সামাজিক দ্বন্দ্ব নিরোসন

লালমনিরহাটের হাতীবান্ধার ইউএনও’ শামীম মিঞার সমঝোতায় দীর্ঘদিনের সামাজিক দ্বন্দ্ব নিরোসন। এটি সামাজিক সম্প্রীতি রক্ষায় এক অনন্য উদাহরণ সৃস্টি হয়েছে।
জানা গেছে মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা ইউএনও’র কক্ষে উপজেলার মধ্য শিংগীমারী গ্রামের মধ্য শিংগীমারী নুরানী জামে মসজিদ ও নূর এ মদিনা ক্লিনিক পাড়া জামে মসজিদের মুসল্লীদের মধ্যে আর্থিক বিষয় ও আলাদা মসজিদ গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব দেখা দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞার দপ্তরে একটি অভিযোগ দাখিল হয়। শামীম মিঞা এ নিয়ে উভয় মসজিদের কমিটি ও মুসল্লীদের নিয়ে গন শুনানির আয়োজন করেন।
উভয় শুনানী শেষে নুর এ মদিনা ক্লিনিক পাড়া জামে মসজিদের নিকট থেকে মধ্য শিংগীমারী নুরানি পাড়া জামে মসজিদের কমিটিকে ৯৬,৪০৪ টাকা প্রদান করেন। এ সময় উভয় মসজিদ কমিটির নেতৃত্ববৃন্দ ও মুসল্লীূের মাঝে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক দেখা যায়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন