লালমনিরহাটের হাতীবান্ধায় ৩০ প্রজাতির ফল নিয়ে ফল উৎসব

লালমনিরহাটের হাতীবান্ধা নর্থল্যান্ড রেসিন্সিডিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে ৩০ প্রজাতির দেশীয় ফল নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) দিনব্যাপী এ ফল উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার শহিদুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় সঙ্গে ছিলেন কলেজ ব্যবস্থাপনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েশ হিরু, সহকারী পুলিশ সুপার বি সার্কেল অফিসে কর্মরত এসআই আব্দুল গণি, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহবুব উল আলম লায়ন, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক প্রমুখ।

উক্ত ফল উৎসবে টেবিলের উপর সাজিয়ে রাখা হয়েছে আম, কাঁঠাল, লিচু, করমচা, বেতসহ পরিচিত ও অপরিচিত হরেক রকমের ফল।বাতাসে ম-ম করছে রসাল ফলের ঘ্রাণ। আনন্দে এ টেবিল ও টেবিল ঘুরে বিভিন্ন ফলের স্বাদ নিচ্ছে শিশু শিক্ষার্থীরা।

অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েশ হিরু বলেন, শিক্ষার্থীদের দেশি ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং এসবের পুষ্টিগুন সম্পর্কে জানাতে এ ধরনের ফল উৎসবের আয়োজন। ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রার্থনা বলেন, ফল উৎসবে এসে হরেকরকমের ফল সম্পর্কে ধারনা পেয়েছি।

নবম শ্রেণির শিক্ষার্থী সোমা বলেন, আমাদের প্রতিষ্ঠানটি প্রতিবছর এ ধরনের ফল উৎসবে হরেক রকম ফলের পসরা সাজায়।যা দেখে আমরা মুগ্ধ।দশম শ্রেণির শিক্ষার্থী রঙ্গন বলেন, এ ধরনের ফল উৎসবের ফলে আমরা পারিবারিক বাগানে নতুন নতুন ফলের বাগান লাগানোর শিক্ষা পাই।