লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহ আটক-২

লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশকে অবরুদ্ধ ও সরকারী কাজে বাঁধাদানে করা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ নূরনবী কাজলসহ আটক -২ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পূর্ব বিছনদইয়ের ঘন্টিবাজার এলাকা থেকে কাজলকে আটক করে পুলিশ।

এর আগে একই মামলায় মাহফুজার রহমান বিপ্লবকে আটক করা হয়েছে।শাহ নূরনবী কাজল উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত শাহ আবুল কাশেমের পুত্র আর বিপ্লব একই উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

শনিবার দুজনকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানায়, গত বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় ভাংচুর ও হামলা করে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেয় দুষ্কৃতকারীরা। লালমনিরহাটের এসপি মোবাইলের নির্দেশ পাটগ্রাম থানার পুলিশকে উদ্ধারে বের হলে পুলিশকে অবরুদ্ধ করে রাখে বিএনপির লোকজন।

এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পুলিশকে অবরুদ্ধ করে রাখা এবং সরকারি কাজে বাধা দানের ঘটনায় স্থানীয় থানা পুলিশের এএসআই সাহেদুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

ওই মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ নূরনবী কাজলকে প্রধান আসামি করে ২৭জনের নাম উল্লেখ করা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে আটক করা হয়েছে। অপর আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।