লালমনিরহাটের হাতীবান্ধায় ভুয়া মেজর আট*ক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকা থেকে দুজন ভুয়া মেজরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রংপুর তারাগঞ্জ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মাসুম আহমেদ (৪২) ও রংপুর সদর এলাকার আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রফিকুল ইসলাম গ্যাদা নামে একজনের নিকট লক্ষাধিক টাকার বিনিময়ে জবরদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে দেয়ার চুক্তি হয়। চুক্তির ৭০ হাজার টাকা আগে দেয়া হয়। অবশিষ্ট ৩০ হাজার টাকার জন্য রফিকুলের বাড়ীতে আসে। কিন্তু তাদের চলাফেরায় সন্দেহ হলে স্থানীয়রা ওই দুজন ভুয়া মেজরকে আটক করে পুলিশে দেয়। পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন