লালমনিরহাটের হাতীবান্ধায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর আওতায় এ সম্মাননা দেয়া হয়।

জেলা শিক্ষা অফিসার মজিবর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শামীম মিঞা। এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার শহিদুল ইসলাম, সরকারী আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছার রহমান, দইখাওয়া আদর্শ কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, অভিভাবকদের মধ্যে সাইদুর রহমান ও শিক্ষার্থীদের মধ্যে সানজিদা আক্তার সামান্তা প্রমুখ।

বক্তাগন, শিক্ষার্থীদের ধারাবাহিক ভালো ফলাফল ও শিক্ষার গুনগত মান অর্জনের দিকে গুরুত্বারোপ করেন।