লালমনিরহাটের হাতীবান্ধায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সুযোগ না দেয়া ও প্রজ্ঞাপন বাদীলের দাবীতে মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ না দেয়ার ও প্রজ্ঞাপন বাদীলের দাবীত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে ইউএনও শামীম মিঞার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে এ সংক্রান্ত একটি স্বারকলিপি দেয়া হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্কাইলার্ক কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আব্দুল কাদের, শিশু নিকেতনের কিন্ডারগার্টেনর অধ্যক্ষ তানজিন মনোয়ার প্রমুখ।
বক্তাগন বলেন, ১৫ জুলাই ‘২০২৫ তারিখের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে এবারে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরোসন করে ঘোষিত প্রজ্ঞাপন বাদীলের আহবান জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন