লালমনিরহাটের হাতীবান্ধায় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভার্চুয়াল অনুষ্ঠানে শপথ বাক্য পাঠে অংশগ্রহণ নেয় হাতীবান্ধা উপজেলা প্রশাসন,বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, সাংবাদিক, সুবিধাভোগী ও সুধীজন।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রশাসন, উপজেলা সমাজসেবা ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা পারভীন, আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান, জামায়াত নেতা হাবিবুর রহমান, এনসিপির উপজেলা সমন্বয়কারী মশিউর রহমান, ইসলামি আন্দোলনের নেতা শফিকুল ইসলাম, কমরেড শওকত হোসেন, জুলাই যোদ্ধা গাজী সানিধ্য ও মহসিন আল হাসান প্রমুখ।

আলোচনা শেষে সেবা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।