লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের সাময়িক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীর অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগ উঠেছে, তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর স্বাক্ষর জাল করে অবৈধভাবে ১৩ জন শিক্ষক ও কর্মচারীর ইনডেক্সেভুক্ত করে সরকারি অনুমোদনের চেস্টা করছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কলেজের বঞ্চিত শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাজেদা খাতুন, সাচিবিক বিদ্যা বিভাগের প্রভাষক ছাবেদ আলী, পৌরনীতি ও সুশাসনের ফারহানা আফরোজ,বাংলা বিভাগের শাওন রায়, ইসলাম শিক্ষার মোতাহার হোসেন, কৃষি শিক্ষার হুমায়ুন কবির প্রমুখ। উক্ত মানববন্ধনে ১৫ জন শিক্ষক- কর্মচারী অংশ নেয়। মানববন্ধন শেষে সাময়িক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীকে অপসারণের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

বক্তাগন বলেন,অধ্যক্ষ হাছেন আলী ক্ষমতার অপব্যবহার করে ইউএনও’র স্বাক্ষর জালিয়াতি করেছেন, যা দণ্ডনীয় অপরাধ। তাঁরা দ্রুত তদন্তপূর্বক তাঁর অপসারণ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাময়িক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছান আলী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে ১৩ জন শিক্ষক- কর্মচারীর ইনডেক্সের বিষয়ে তাঁর সংশ্লিষ্টতা নেই বলে দাবী করেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা স্মারকলিপি গ্রহন করার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।