লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক হত্যা ও সুরক্ষার দাবীতে মানববন্ধন

গাজীপুরের সাংবাদিক তুহিনের খুনিদের ফাঁসি ও সাংবাদিক সরক্ষা আইনের দাবিতে সাংবাদিকদের আন্দোলনে উত্তাল লালমনিরহাটের হাতীবান্ধা।
শনিবার (৯ আগস্ট) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যের হত্যা করেছে অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় দায়ের করা মামলায় আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ৭জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে সারাদেশের মত আন্দোলনে নেমে পড়েছেন লালমনিরহাটের হাতীবান্ধায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার জেলার দুইটি স্থানে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক তুহিনসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার করে সাংবাদিক সুরক্ষার আইন প্রনায়নের দাবিও জানান সাংবাদিক নেতারা।
হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের মানববন্ধনে বক্তব্য রাখেন হাতীবানান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন।
দৈনিক পরিবেশের প্রতিনিধি নিশাত হোসেন ফারুক, মোহনা টিভির জেলা প্রতিনিধি সুমন খান, নিউজ২৪ এর প্রতিনিধি রবিউল হাসান, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন,বার্তা২৪ কম. লালমনিরহাট জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন’সহ আরও অনেকে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন