লালমনিরহাটের হাতীবান্ধায় শরীর চর্চা শিক্ষক আমিনুর রহমানকে কারণ দর্শানো নোটিশ

লালমনিরহাটের হাতীবান্ধা জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী শিক্ষক (শরীর চর্চা) আমিনুর রহমানের বিরুদ্ধে ৩ দিনের কারণ দর্শানো নোটিশ দিয়েছেন ইউএনও শামীম মিঞা। গত ২৬ আগষ্ট এ কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

গত ২৫ আগষ্ট’২০২৫ তারিখে ওই কলেজ শিক্ষক আমিনুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কোন প্রকার তথ্য উপাত্ত কিংবা প্রমাণ ছাড়া হাতীবান্ধা মডেল কলেজে জাল সনদধারী শিক্ষককে ৮ লক্ষ টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মর্মে একটি পোস্ট শেয়ার করেছেন।

যা বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চাকুরী প্রবিধানমালা,১৯৯৬ ” এর ২৭ ধারা অনুযায়ী অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী।

এ বিষয়ে সহকারী শিক্ষক আমিনুর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন, এ সংক্রান্ত একটি শোকজ নোটিশ পেয়েছি।

হাতীবান্ধার ইউএনও শামীম মিঞা কারণ দর্শানো নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।