লালমনিরহাটের হাতীবান্ধায় স্বপ্নসারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান

“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)এর উদোগে স্বপ্ন সারথি সদস্যদের গ্রাজুয়েশন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।
এতে বক্তব্য রাখেন উক্ত কর্মসূচির জেলা ব্যবস্থাপক রিপন কুমার সাহা ও উপজেলা অফিসার সেলপ মো: দুলু মিয়া প্রমুখ।
ব্রাকের জেলা কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, ২০২৩ সাল থেকে ব্রাকের সেলপ কর্মসূচির আওতায় অত্র উপজেলায় ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে স্বপ্ন সারথি কার্যক্রম শুরু হয়।যাহা বর্তমানেও চলমান রয়েছে।
উক্ত কর্মসূচির মাধ্যমে দলের কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রেখে স্বপ্ন পূরণ ও আত্মবিশ্বাসী করে তোলা এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। আলোচনা শেষে ২৭জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও উপহার তুলে দেয়া হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন