লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ইউপি সদস্যের মৃত্যুতে স্বরণসভা

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্যের মৃত্যুতে স্বরণসভা উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার স্থানীয় ডাক বাংলো হলরুমে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শামীম মিঞা।

হাতীবান্ধা উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি আখতারুজ্জামান স্বপনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিন্টু পোদ্দার, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী আকবর, কোষাধ্যক্ষ আশরাফ আলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফরিদুল ইসলাম। আলোচনা শেষে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রয়াত দুই ইউপি সদস্য তারিকুল ইসলাম তোতা ও আলহাজ্ব আব্দুল আজিজ খানের পরিবারের সদস্যের হাতে উপহার সামগ্রী হিসেবে জায়নামাজ বিতরণ করেন।