লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর-২০২৫ উদ্বোধন

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ নভেম্বর) সকালে হাতীবান্ধা উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদের ক্যাম্পাসে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সামিমা ইয়াসমিন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুন নবী, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, কমিউনিস্ট পার্টির নেতা শওকত হোসেন সহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে প্রদর্শনীর বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।