লালমনিরহাটের হাতীবান্ধায় আওয়ামীলীগের শান্তিসভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG_20230211_173930-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক শান্তিসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফে্রুয়ারী) বিকেলে স্থানীয় অডিটোরিয়াম মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আন্জুয়ারার সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন, হাতীবান্ধা মহিলা কলেজ অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, উপজেলা যুব মহিলালীগ সভানেত্রী শারমিন আরা বিথী, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি কিশোব চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তাগন বলেন, বিএনপির দেশ বিরোধী সন্ত্রাস, অগ্নিকান্ড ও ষড়যন্ত্র প্রতিরোধে আমাদের এ শান্তিসভা। তাদের যে কোন ধরনের ষড়যন্ত্র রুখতে এবং আগামী নির্বাচনে জয়লাভ করতে মোতাহার হোসেন এমপির নেতৃত্বে জনমত গঠনে মাঠে থাকবে স্থানীয় আওয়ামীলীগ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন