লালমনিরহাটের হাতীবান্ধা দইখাওয়া আদর্শ কলেজে নজরুল জন্মজয়ন্তী পালিত
            
                     
                        
       		লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় “দইখাওয়া আদর্শ কলেজ”- এর আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী ১২৪তম জন্মজয়ন্তীতে “নির্যাতিতদের নজরুল” শিরোনামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও নাজির হোসেন।
নজরুলের জীবনী নিয়ে বক্তব্য রাখেন অত্র কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, বাংলা বিভাগের প্রভাষক লুৎফর রহমান, কবি ও সাহিত্যিক ইছমোতারা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক আব্দুস ছালাম। আলোচনা শেষে শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত ও নৃত্য ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
(পরের সংবাদ) ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
         
            	



