লালমনিরহাটের হাতীবান্ধায় হু হু করে বাড়ছে তিস্তার পানি, সতর্কতা জারি প্রশাসনের

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে।বুধবার বিকেলে পানি বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি করে হাট- বাজার ও নদী তীরবর্তী এলাকায় মাইকিং করছে উপজেলা প্রশাসন। দুপুর ১২ টায় তিস্তা নদীর পানি ছিল ৫১ দশমিক ৩৯ সেন্টিমিটার।

বিকাল ৫টায় বেড়ে ৫২ দশমিক ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বাভাবিক পানি প্রবাহ ৫২ দশমিক ১৫। বর্তমানে পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণে চেস্টা করছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। দু:চিন্তায় আছে তিস্তা তীরবর্তী এলাকার মানুষজন।

ভারতীয় সেন্টাল ওয়াটার কমিশন এর তথ্য অনুযায়ী উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তা নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পাউবির নীলফামারী নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দোলা বলেন, ভারতের সেন্টাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী ভারতের উত্তর সিকিমে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় তিস্তা নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ব্যারেজের সবকটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেস্টা চলছে।

হাতীবান্ধার পিআইও মাইদুল ইসলাম শাহ্ বলোন, তিস্তা নদীর পানি বাড়তে থাকায় আমরা সতর্ক অবস্থায় রয়েছি।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, রাত ৯টা পর্যন্ত তিস্তা নদীর পানি বাড়বে। পানি বাড়ায় তিস্তা তীরবর্তী এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

শুকনো খাবার মজুদ রয়েছে। আরো নতুন করে শুকনো খাবারের চাহিদা প্রেরণ করেছি। আমরা পরিস্থিতি দেখভাল করছি। জেলা প্রশাসক মোহাম্মদ আলী বর্তমানে তিস্তা এলাকায় অবস্থান করছে।