লালমনিরহাটের হাতীবান্ধায় ইজিবাইক উল্টে এক গৃহবধুর মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় ইজিবাইক উল্টে কুয়াশা বেগম (৩২) নামে এক গৃহবধু মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। ওই ইজিবাইকে থাকা গৃহবধুর স্বামী জাহেদুল ইসলাম ও বড়বোন বুলবুলি গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের আব্দুল করিমের চাতাল এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকা থেকে জাহেদুল ইসলাম স্ত্রী ও তার বড় বোনকে নিয়ে ইজিবাইকে করে শশুড়বাড়ি সিন্দুর্নায় যাচ্ছিল। পথিমধ্যে আব্দুল করিমের চাতাল এলাকায় ইজিবাইকটি উল্টে ৩ জনেই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যান জাহিদুলের স্ত্রী কুয়াশা। এ ঘটনায় জাহিদুল ও তার বোন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দায়িত্বরত চিকিৎসক ডা: নাসিরা বেগম বলেন, নিহত কুয়াশাকে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। অপর দু’জন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই নারীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন