লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়ে কয়েকশো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে বহু পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ঝড়ে উড়ে যাওয়া টিন ও ইটের আঘাতে অন্তত তিনজন আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘূর্ণিঝড়টি সংঘটিত হয়। এর আগে কয়েকদিন ধরে ওই এলাকায় টানা বৃষ্টি চলছিল। ঝড়ে ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ৮নং ওয়ার্ডের আধাপাকা ও টিনের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে রয়েছেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। বর্তমানে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রুবেল পাটোয়ারী বলেন, “মাঝারি বৃষ্টির মধ্যেই হঠাৎ তীব্র ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই টিনশেড ও আধাপাকা ঘরবাড়ি ভেঙে পড়ে। ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী ছিল, না হলে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতো।”

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানান, “মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন দাঁড়াবে।”