লালমনিরহাটে আতাউর রহমান প্রধানসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল
লালমনিরহাট জেলার ৩টি নির্বাচনী আসনে যাচাই বাছাই শেষে ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। বাতিলকৃতদের মধ্যে লালমনিরহাট-১ আসনে সোনালী ব্যাংকের সাবেক এমডি স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান, আমজাদ হোসেন তাজু ও আব্দুল বাকী।
লালমনিরহাট-২ আসনে আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুকের মা হালিমা বেগম, লালমনিরহাট-৩ আসনে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে লালমনিরহাট-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ ও লালমনিরহাট-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিয়ার রহমানের মনোনয়নপত্র ও জাপার তিন প্রার্থী হাবিবুর রহমান বসুনিয়া, প্রকৌশলী দেলওয়ার হোসেন রংপুরী ও জাহিদ হাসান লিমনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
লালমনিরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন