লালমনিরহাটে ওজনে কমে দেয়ার অপরাধে ফিলিং স্টেশনকে জরিমানা

ডিজেল, পেট্রোল ও অকটেন ওজনে কমে দেয়ার অপরাধে লালমনিরহাটের আদিতমারীর ফাতেমা ফিলিং স্টেশন কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাটের জেলা কার্যালয়ের উপপরিচালক পরিচালক মাসুম উদ দৌলা এক অভিযানে এই জরিমানা করেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন তেলের পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পশু খাদ্যের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় কয়েক জন ব্যবসায়ীকে সতর্কতা করে জরিমানা আূায় করেন।

অভিযানের বিষয়ে মাসুদৌলা জানান, ফাতেমা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে ৫ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার, ৫ লিটার পেট্রোলে ১৩০ মিলিলিটার ও ৫ লিটার অকটেনে ৪০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাম্প মালিককে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য আদিতমারী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।