লালমনিরহাটে জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা

লালমনিরহাট জেলা আওয়ামীলীগ নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও লালমনিরহাট- ১ ( হাতীবান্ধা – পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, সহ সভাপতি সিরাজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক বাদল আশরাফ, মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ।

বক্তাগন, জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়ন ও প্রধান মন্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়তে সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।