লালমনিরহাটে ট্রাক চাপায় ঘুমান্ত নারীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/IMG_20250113_083853-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের হাতীবান্ধায় দক্ষিণ পারুলিয়া এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ি ঢুকে পড়ে নূরী আক্তার নামে এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছে। ওই ট্রাকের নিচে আটকে ছিলা দাদী ও নাতি। দেড় ঘন্টা অভিযান চালিয়ে জীবন্ত নাতী আবদুল্লাহকে উদ্ধার করে ফায়ার সাভির্স’র কর্মীরা।
তবে দাদী নুরি বেগমকে প্রায় ৪ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এমন ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী লালমনিরহাট মহা সড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সাগর হোসেন ও তার স্ত্রীসহ ঢাকায় থাকেন কাজের সুবাদে। মহা সড়কের পাশে একটু টিনের চালা করে সেই চালাতে সাগরের মা নুরি বেগম ও ৩ বছর বয়সী সাগরের ছেলে আবুদল্লাহ থাকেন। সোমবার ভোর রাতে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সাভির্সর কর্মীরা ও স্থানীয় লোকজন অভিযান চালায়।
প্রায় দেড় ঘন্টা অভিযানের পর জীবিত অবস্থায় নাতী আবদুল্লাহকে উদ্ধার করে ফায়ার সাভির্স এর কর্মীরা। তবে দাদী নুরি বেগমকে প্রায় ৪ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা সক্ষম হয়েছে। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কে যানজটের সৃষ্টি হয়।
হাতীবান্ধা উপজেলা পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ইনচার্জ ইমরান হোসেন জানান, লালমনিরহাট মহাসড়কের পাশেই একটি বাড়িতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িত ভিতরে ঢুকে দেয়। এতে একজন নারী মর্মান্তিক মৃত্যু হয়। বাকি সদস্যদের আহতবস্থায় হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন