কানে শুনতে পান না
লালমনিরহাটে ট্রেনের চাকায় কাঁটা পড়লেন শতবর্ষী বৃদ্ধ
কানে শুনতে না পাওয়ায় ট্রেনের চাকায় কাঁটা পড়ে জীবন দিতে হলো ইয়াকুব আলী নামে শতবর্ষী এক বৃদ্ধের।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শতবর্ষী বৃদ্ধ ইয়াকুব আলী আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ সোমবার সকালে তার ছোট ছেলের পুর্ব দৈলজোরের বাড়িতে খাওয়া-দাওয়া শেষে রেললাইন দিয়ে পাশেই তার নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বুড়িমারী থেকে লালমনিরহাট গামী একটি দ্রুতগতির ট্রেন অনেক হর্ন দিয়েও তিনি শুনতে পাননি। পরে ট্রেনটি তাকে ধাক্কা দিলে সাথে সাথে চাকায় কাটা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ বাহারুল ইসলাম জানায়, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিহতের পরিবারের লোকজন আমাদের অবগত করেছেন। যেহেতু নিহত বৃদ্ধ একজন প্রতিবন্ধী ছিলেন তাই স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন