লালমনিরহাটে দোলনায় খেলতে গিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত
লালমনিরহাটের আদিতমারীতে দোলনায় খেলতে গিয়ে আঘাত পেয়ে মারা গেলেন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন। ৩০ আগস্ট বুধবার মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে আদিতমারী উপজেলার কিসামত চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। শাহাদাত কিসামত চন্দ্রপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহাদাত প্রতিদিনের ন্যায় স্কুলে এসে ক্লাস করার এক ফাঁকে ওই স্কুলের দোলনায় খেলতে গিয়ে আঘাত পায়। তাকে উদ্ধার করে দ্রুত আদিতমারী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আদিতমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: এনামুল হক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে শিশুটি মারা যান। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সারোয়ার ও ওসি মোজাম্মেল হক দূর্ঘটনার স্থান পরিদর্শন করেন। এ ঘটনায় কারো কাফলতি ছিল কিনা তা ক্ষতি দেখার আশ্বাস তাদের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন