লালমনিরহাটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জে তরুণীকে ধর্ষণ মামলার আসামি সোহাগ মিয়াকে (২৫)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বুধবারে (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লে. সাইফুল্লাহ নাঈম।
গ্রেফতারকৃত সোহাগ মিয়া কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার মমিন আলীর ছেলে। র্যাব জানায়, গ্রেপ্তার সোহাগ মিয়া গত ৬ অক্টোবর রাত ৯টার দিকে প্রতিবেশী এক তরুণীকে (২২) তার চাচার বাড়ির পাশ থেকে অপহরণ করে নিজের মাছের প্রজেক্টে নিয়ে যান। সেখানে একটি ঘরে তরুণীকে ধর্ষণ করে এবং দুইজন সহযোগীসহ মেয়েটিকে তার বাড়ির সামনে রেখে পালিয়ে যায় তারা।
পরে মেয়েটি বাড়িতে এসে পরিবারকে সব খুলে বললে তাকে প্রাথমিক চিকিৎসা দেন স্থানীয় চিকিৎসক। এ ঘটনায় ধর্ষক সোহাগ মিয়াকে প্রধান করে অজ্ঞাত দুই সহযোগীর নামে পরদিন কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন মেয়েটির পরিবার।
ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকেন অভিযুক্ত সোহাগ মিয়া। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া থানার টংগাবাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব ৪ এবং ১৩। পরে বুধবার সকালে সোহাগ মিয়াকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন