লালমনিরহাটে ধানের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হলো ৩৬টি হাঁস
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের উত্তর বাড়াই পাড়া গ্রামে ধানের সঙ্গে বিষ মিশিয়ে ৩৬টি হাঁস মেরে ফেলা হয়েছে। আরো ৬৪টি হাঁস নিখোঁজ রয়েছে বলে দাবী অভিযোগকারী শাহিনুরের। তিনি আরো বলেন, হাঁসগুলো আরো প্রতিবেশী লতিফা বেগম, মর্জিনা বেগম, সিরাজুল ইসলাম, ও নজরুল ইসলামের।
এ যেন অবুঝ প্রাণি হাঁসের সঙ্গে শত্রুতা করা হয়েছে। এ ঘটনায় মৃত শহির উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম বাদী হয়ে আব্দুল মতিন ও আব্দুল আউয়াল নামের দু’জনকে আসামী করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। মজার বিষয় হলো বিষ প্রয়োগ ধান ক্ষেতে করানো হয়নি।
কে বা কারা পুকুরের উপরে ধানের সঙ্গে বিষ মিশিয়ে বিছিয়ে রেখেছে। সে বিষে একে একে ৩৬টি হাঁস মারা গেছে। এ জন্য পাশের জমির মালিককে দায়ী করলেও, কিন্তু বিষয়টি পরিকল্পিত ঘটনা মনে হয় অনেকের। হয়তোবা ব্যক্তিগত আক্রোশে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটানো হয়েছে।
পাশের জমির মালিক আব্দুল আউয়াল বলেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ করে বলেন, আমি কোন দু:খে ধানের সঙ্গে বিষ দেব। জমিতে হাঁসে ক্ষতি করে ঠিকই, কিন্তু এ বিষয়ে কারো সঙ্গে কোনদিন বাক বিতণ্ডাও করানো হয়নি।
তাহলে এ ঘটনার সঙ্গে অন্য কারো হাত থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন