লালমনিরহাটে পাটগ্রামে মাদকসহ আটক-২
লালমনিরহাটের পাটগ্রামে ৫০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ৩ হাজার টাকাসহ -২ মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী গ্রামের হাফিজার রহমানের পুত্র মনির ইসলাম(২১) ও একই গ্রামের সাদেক আলীর পুত্র হামিদ মিয়া।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং-১৭, তারিখ- ১৮/৮/২০২১।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন