লালমনিরহাটে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন আরও ৯১৫ গৃহহীন পরিবার
লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮) জুন বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্টান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আবু জাফর এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং এর বিষয়বস্তু মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি.এম.এ.মতিন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, ২য় পর্যায়ে জেলার ৯১৫ টি গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেয়া হবে। তার মধ্যে, লালমনিরহাট সদর ১৫০ টি, আদিতমারি ১৫০ টি, কালিগঞ্জ ২৫০ টি, হাতীবান্ধা ৩০০ টি ও পাটগ্রামে ৬৫ টি মোট ৯১৫ টি।
এর আগে ১ম পর্যায়ে ৯৭৮ টি পরিবারকে পূনর্বাসন করা হয়েছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন