লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক পেশায় একজন দিনমজুর ছিলেন।প্রতিদিনের ন্যায় অন্যের জমিতে কাজ করতে গিয়ে সেচ পাম্পের বৈদুতিক লাইনের তার পড়ে থাকতে দেখে। নিজে ওই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

স্থানীয়রা ছুটে এসে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এ বিষয়টি নিশ্চিত করেন।