লালমনিরহাটে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন

লালমনিরহাটের কালীগঞ্জে শীতার্ত অসহায় মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলা মাঠে বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০০ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ করা হয়। এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার টুম্পা,সিনিয়র মৎস্য কর্মকর্তা মুফাসসালিন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মেহেরবান মিঠুসহ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।