লালমনিরহাটে সমাজকল্যাণ মন্ত্রীসহ ২৬ জনের মনোনয়ন পত্র দাখিল
লালমনিরহাট-১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনে উৎসবমুখর পরিবেশে সকল প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য আতাউর রহমান, জাপার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বসুনিয়া, ইসলামী ফ্রন্টের আলী আজাহার আজম, তৃণমূল বিএনপির আব্দুল আলিম, জাসদের ডা: হাবিব মোহাম্মদ ফারুক, জাকের পার্টির মানিকুর রহমান মানিক, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন তাজু।
লালমনিরহাট-২( হাতীবান্ধা -পাটগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগের প্রার্থী ও সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ, জাপার প্রকৌশলী দেলওয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম খান, হালিমা খাতুন ও মনতাজ আলী শান্ত,তৃণমূল বিএনপির প্রার্থী শিরীন তাবাসসুম রায়হান মোস্তাজির তামান্না, জাকের পার্টির রজব আলী ও বাংলাদেশ কংগ্রেসের দেলাববর হোসেন, গণতন্ত্র পার্টির সুবৃত্তি রাণী, এনপিপির শরীফুল ইসলাম ও মুসলিমলীগের বাদশা মিয়া।
লালমনিরহাট-৩ সদর আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মতিয়ার রহমান, জাপার জাহিদ হাসান লিমন, জাকের পার্টির শফিজ্জামান, স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্কর ও রবীন্দ্রনাথ বাবুল, জাসদ ইনুর আজমল হক পুতুল ও সাম্যবাদীদলের আশরাফুল আলম।
লালমনিরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন