লালমনিরহাটে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ
লালমনিরহাটে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের শাস্তির দাবীতে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলার ৫টি উপজেলায় এ কর্মসূচি পালিত হয়।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির যৌথভাবে এ কর্মসূচি পালন করেন।শনিবার লালমনিরহাট গোশালাবাজারের কেন্রীয় মন্দিরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনশন শেষ বের হওয়া বিক্ষোভ মিছিলটি স্থানীয় মিশনমোড় রোডে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দ্র কুমার রায়, সাধারণ সম্পাদক অবিনাশ চন্র রায়, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি হিরালাল রায় প্রমুখ।
হাতীবান্ধা উপজেলা পরিষদ গেট সংলগ্ন সড়কের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও নওদাবাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার সিংহ, সাধারণ সম্পাদক প্রভাষক গজেন চন্দ্র, সাবেক পুজা উদযাপন কমিটির সভাপতি কিশব চন্দ্র বর্মন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তি রানী সরকার প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন