লালমনিরহাট উপজেলা ক্লাস্টার কো-অর্ডিনেশন গ্রুপের আহবায়ক কমিটি নির্বাচন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ক্লাস্টার কো-অর্ডিনেশন গ্রুপের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা এসোডের নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুজ্জামান কে আহবায়ক, মোঃ বরকত হোসেন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হককে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাতীবান্ধা মহিলা কলেজ অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, হাতীবান্ধা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জমসের আলী, রাশেদা বেগম, মহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল মালেক, আফরোজা বেগম শিরিন ও আবুল কালাম।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা এসোডের সহযোগিতায় চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে এসোড ফ্লাড রিজিলিয়েন্স প্রজেক্ট এ উপজেলায় কার্যক্রম চালিয়ে আসছে। প্রজেক্টের কার্যক্রম গতিশীল করতে উপজেলা ক্লাস্টার কো-অর্ডিনেশন গ্রুপের আহবায়ক কমিটি গঠন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন